বন্ধু হওয়ার ডাক । স্বপন দত্ত

0
বন্ধু হওয়ার ডাক
– স্বপন দত্ত
                 বলেছি তো, তোমার তালা খুলে,তোমাকে সুখ দেওয়ার, কোনোই গোপন শখ, আমার চাবির নেই।
                 আমার চাবি আপন ধ্যানে ঘোরে। টোকা দিচ্ছ ? কী লাভ !
                 আমার চাবি ছোঁয় না মোটেই, এঁটোপাতের বোঁটা। আমার চাবি খোলে ধন্ধ জট,
                 হয় না কারুর দাঁতের ফাঁকে আরামকাঠি খোটা।
                 আমার চাবি আমার নিয়ন্ত্রণে, সাড়া দেয় না কারুর নিমন্ত্রণে,
                 দেখাও যতোই লেবেনচুষ আর স্বাদু ললিপপ।
                 যদি থাকে দুয়ার খোলা জানলাটাও হাট, চাবিও তখন বিবেচনার ঘোরে, খুলে দেয় তার হৃৎ-গঞ্জের ঘাট।
                                                           ★১৮ই জানুয়ারি ২০২১★
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.