নবীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেছে নবীনগর প্রেসক্লাব।
রবিবার দুপুরে প্রেসক্লাব সভাপতি মো. জালাল উদ্দিন মনির ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের নেতৃত্বে নবীনগর প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে উপজেলা সদরের বড় বাজার, থানা গেইট, নৌকাঘাট, লঞ্চঘাট, প্রেসক্লাব চত্ত্বর, সমবায় মার্কেট ও সালাম রোডের রাস্তাগুলোতে থাকা দুস্থ অসহায় রিকসা ও ভ্যান চালক, ব্যবসায়ী, পথচারীসহ পাঁচ শতাধিক সাধারণ মানুষের মাঝে প্রেসক্লাবের পক্ষ থেকে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী , সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, কার্যকরী সদস্য মনির হোসেন, সাধারণ সদস্য পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম প্রমুখ।