কাপ্তাই চন্দ্রঘোনা রেস্ট হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

0

মাহফুজ আলম , কাপ্তাই(রাঙামাটি)থেকে : কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ সংলগ্ন তৃতীয় তলা বিশিষ্ট রেস্ট হাউজ নির্মাণের ভিত্তি প্রস্তর আনুষ্ঠানিক ভাবে স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। ১৮ আগষ্ট বুধবার বেলা ১১টায় চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রধান ফটকে নিখিল কুমার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরটি স্থাপন করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রাথমিক ভাবে প্রায় ৪০ লাখ টাকা ব্যায় ধরে এই রেস্ট হাউজের নির্মাণ কাজ করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদেরর সাবেক সদস্য থোয়াইচিং মং মারমা, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, রাঙামাটি জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, প্রকৌশলী রুবায়েত আক্তার আহাম্মেদ. সদস্য আনোয়ার হোসেন বাচ্ছু, জেলা কৃষকলীগ নেতা নুর উল্লা ভুইয়া, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জীত তনচংগ্যা, রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মিলন, মোঃ ইলিয়াছ মিয়া, কামরুল ইসলাম, ইউছুফ তালুকদার, কাপ্তাই উপজেলা যুবলীগ সম্পাদক তানভীর আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.