পুঁজিবাজার স্থিতিশীল তহবিল ব্যবস্থাপনায় নতুন কমিটি
বিডি২৪ভিউজ ডেস্ক : শেয়ারবাজারের উন্নয়ন ও তারল্য সঙ্কট দূর করতে ২০ হাজার কোটি টাকার ‘পুঁজিবাজার স্থিতিশীল তহবিল’ বা ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি ও মিউচুয়্যাল ফান্ডের বিতরণ না হওয়া লভ্যাংশ দিয়ে এ ফান্ড গঠন করা হয়েছে। ফান্ডটি ব্যবস্থাপনার জন্য রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানকে প্রধান করে ১১ সদস্যের বোর্ড অব গবর্নস অনুমোদন দিয়েছে বিএসইসি।