পাবনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার আব্দুল আলীম
পাবনা প্রতিনিধি : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ, মেগা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আলীম।
মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের ধামমন্ডি-৩ এ রাজনৈতিক কার্যালয় হতে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন, শামীম হোসেন ও নজরুল ইসলামের হাত থেকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আলীম বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। নানা প্রতিকূল অবস্থা পার করেছি। তবুও বঙ্গবন্ধুর আদর্শ থেকে এক পা পিছু হটিনি। আমি ভরসা রাখি, আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এবারে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) এলাকায় দলীয় মনোনয়ন দেবেন। আর আমি যদি দলীয় মনোনয়ন পাই তাহলে অবশ্যই আমার নির্বাচনী এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ইঞ্জিনিয়ার আব্দুল আলীম নির্বাচনী ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, সভা সমাবেশ, দলীয় নানা কর্মকান্ড পালনসহ মরণঘাতি করোনা ভাইরাসে কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ এবং খোঁজখবর রাখছেন। এছাড়াও তিনি বিভিন্ন ক্লাব, মসজিদ, গোরস্থান ও মাদরাসায় আর্থিক সহায়তা প্রদানও অব্যাহত রেখেছেন।