জানুয়ারিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

0

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে নয় দিনব্যাপী উৎসবের সিনেমাগুলো জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, মধুমিতা সিনেমা হল এবং বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে।

এবারের উৎসবের অফিশিয়াল পোস্টারে জায়গা করে নিয়েছে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ তথ্যচিত্রের স্থিরচিত্র। চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে বলা হয়, এবারের উৎসবের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।

এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্মমেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৩০ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা নেওয়ার শেষ সময়। উৎসবের অফিশিয়াল সূত্রে জানা গেছে, সিনেমা জমা নেওয়া শেষ। এখন সিনেমাগুলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। নয় দিনের এই উৎসবে কটি সিনেমা দেখানো হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.