প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশ – ভারত সম্প্রীতি পরিষদ, বাংলাদেশ এর পক্ষে শোক প্রকাশ

0
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশ – ভারত সম্প্রীতি পরিষদ, বাংলাদেশ এর পক্ষে শোক প্রকাশ । ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রণব মূখার্জ্জি। ভারতের সংসদীয় রাজনীতিতে তার অবদান ভোলার নয়। বাঙালির মনে থাকবে চিরদিন। বলিষ্ঠ কংগ্রেস নেতা দিল্লিস্থ The Indian Army’s Research & referral hospital এ গত সোমবার ৩১শে আগস্ট-২০২০ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। প্রণব মূখার্জ্জি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর জৈষ্ট্য নেতা ছিলেন এবং তিনি বিভিন্ন মন্ত্রনালয়ে কেবিনেট মন্ত্রী হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯-২০১২ সন পযর্ন্ত ইউনিয়ন ফ্যাইন্সাস মন্ত্রী ছিলেন। তিনি ১৯৮২-১৯৯৬ সন পযর্ন্ত ইন্দিরা গান্ধীর সরকারের অর্থ মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন এবং তিনি United Progressive Alliance Government এর কেবিনেট পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ২০১২-২০১৭ পযর্ন্ত ভারতের ১৩তম রাষ্ট্রপতি ছিলেন ।
তিনি ২০১৯ ইং সনে ভারতের সর্বোচ্চ খেতাব ‘ভারত রত্ন’ এবং দ্বিতীয় সর্বোচ্চ খেতাব ‘পদ্মভূষন’ এ- ভূষিত হন। তিনি বাংলাদেশ – ভারত সম্প্রীতি পরিষদের হিতাকাঙ্খি ছিলেন এবং সম্প্রীতি পরিষদের নির্বাহী উপদেষ্টা জনাব এডভোকেট এম,এ বারী তার অত্যন্ত গভীর স্নেহের পাত্র ছিলেন। জনাব এম,এ বারী তার শোক র্বাতায় প্রণব মূখার্জ্জির মৃত্যুতে তাঁর মত উপযুক্ত বলিষ্ঠ রাজনীতিবিদের অভাবে জাতীয় অপূরনীয় ক্ষতি সাধিত হলো। তিনি নিজের এবং বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় ও সমগ্র জেলা কমিটির পক্ষ থেকে তাঁর বিদ্বেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ এর কেন্দ্রীয় র্কাযকরী কমিটির পক্ষে- কমর উদ্দিন আহমদ্, রেখা রাণী গুন,দেলোয়ার হোসেন রাজীব ও জোহরা পারভীন প্রমুখ ।
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.