পাবনায় ওপেন হাউজ ডে পালিত

0

পাবনা প্রতিনিধি ॥ পাবনায় সাধারণ জনগণের সঙ্গে জনপ্রতিনিধি ও পুলিশের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। রোববার দুপুরে পাবনা সদর থানার আয়োজনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনউজ্জামান সরকার,কমিউনিটি পুলিশিং এর সভাপতি শামসুর রহমান মানিক, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাজাহান মামুন, ক্রিস্টাল গ্রুপের পরিচালক সেলিম হোসেন, সদর উপজেলার ৯ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মাদক বিস্তারের ফলে পারিবারিক, সামাজিকভাবে অপরাধের মাত্রা বেড়ে যাওয়াসহ চুরি, ছিনতাই, খুনের মত ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী,মাদকসেবীসহ অপরাধীদের তথ্য পুলিশকে দিয়ে সহায়তার আহবান জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.