পাবনায় চোরাই মোটর সাইকেলসহ ৩ জন গ্রেফতার

0

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কর্তৃক চোরাই মোটর সাইকেলসহ ৩ জন গ্রেফতার। ০৫/০২/২০২২ খ্রিঃ সকাল ১৬.৩০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃতে র‌্যাবের একটি আভিযানিক দল কর্তৃক ‘‘পাবনা জেলার সদর থানার নুরপুর বাইপাস মোড়স্থ জনৈক মোঃ আকাশ এর চা ও মনোহারী দোকানের সামনে পাকা রাস্তার উপর’’ চোরাই মোটর সাইকেলসহ আসামীগন ১। মোঃ মিম হোসেন (২৩), পিতা-মোঃ বকুল শেখ ২। মোঃ রাব্বি হাসান @ জয় (২৫), পিতা-মোঃ আঃ ছালাম, উভয় সাং-রাধানগর ৩। মোঃ মেহেদী হাসান @ বিদ্যুৎ (২৬), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-নুরপুর, সর্ব থানা-পাবনা সদর, জেলা-পাবনাদের’কে চোরাই মোটর সাইকেল-০১ টি, মোবাইল ফোন-০৩ টি, সীমকার্ড-০৪ টি, নগদ-১০৫০/- টাকা সহ গ্রেফতার করা হয় এবং পলাতক আসামী ৪। মোঃ রাকিব হোসেন (২২), পিতা-মোঃ পারভেজ আলী ৫। মোঃ রাসেল (২০), পিতা-মোঃ জুলহাস, উভয় সাং-সানিলা (সাহাপাড়া), থানা-সাথিয়া, জেলা-পাবনাদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত চোরাই মোটরসাইকেল সিন্ডিকিটে কাজে জড়িত আছে নিজেদের হেফাজতে রেখে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

উল্লেখ্য, ধৃত আসামীগন দীর্ঘদিন যাবত অত্র এলাকায় অবৈধভাবে মোটর সাইকেল চুরি করে চোরাই মোটর সাইকেল নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছে বলে স্থানীয়ভাবে জানা যায়। এ সংক্রান্তে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.