৪৫৮ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু

0

মেহেদী হাসান আকন্দ : ৪৫৮ কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছে। অবকাঠামো নির্মাণের ৪৪টি প্যাকেজের মধ্যে তিনটি প্যাকেজের কাজ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩৯ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট, ১১৪ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন ও ১০৩ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন। ইতো:মধ্যে ৩০৩ কোটি টাকা ব্যয়ে রামপুর, কান্দুলিয়া, ময়মনসিংহ রুহী, রায়দুম রুহী, সহিলপুর ও গোবিন্দপুর মৌজায় ৪৯৮ দশমিক ৪৫ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে।

২০১৮ সালের ২৮ জানুয়ারি মহান সংসদে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল-২০১৮’ পাস হয়। বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত শিক্ষাবিদ ড. রফিকউল্লাহ খান। শহরের রাজুর বাজার এলাকায় স্থাপিত কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে অস্থায়ী ক্যাম্পাসে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে তিনটি বিভাগে ৯০ জন স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের অধীনে বর্তমানে চারটি বিষয়ে মোট ২১০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। চলতি বছরে আরও ১২০ জন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়াধীন রয়েছে।
২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ওই বছরের ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ৭ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ২ হাজার ৬৩৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয় ধরে বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প অনুমোদিত হয়।

প্রকল্প পরিচালক (উপসচিব) সেলিম আহমেদ জানান, গত বছরের ২৩ সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুরুজ্জামান খান’র সাথে ২৩৯ কোটি ৫৫ লক্ষ ৪৬ হাজার ৮৩২ শত টাকা ৩১৩ পয়সা মূল্যে প্রকল্প এরিয়ায় মাটি ভরাটের চুক্তি স্বাক্ষরিত হয়। ইতো:মধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। চুক্তি অনুযায়ী মাটি ভরাটের ১৮ মাস সময়সীমা ধরা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই মাটি ভরাটের কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন।

আধুনিক বিজ্ঞানমনস্ক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো বিনির্মাণে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে একই বছরের ২০ ডিসেম্বর টিবিএল-ইইএল জেভি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে ১১৪ কোটি ৮২ লক্ষ ৩২ হাজার ৫৩২ টাকা ৩২৮ পয়সা মূল্যে ১০ তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন নির্মাণ ও বিশ্বাস ট্রেডিং এন্ড কনস্ট্রাকশনের সাথে ১০৩ কোটি ৭১ লক্ষ ৭৭ হাজার ৮৬ টাকা ৮৯৮ পয়সা মূল্যে ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে ১৮ মাস সময় সীমা নির্ধারন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ করতে ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো কাজ শুরু করেছে।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এনামূল হক আরাফাত জানান, বিশ্ববিদ্যালয়টির পূণাঙ্গ নির্মাণ কাজ শেষ হলে এখানে চার হাজার শিক্ষার্থী পড়াশোনার করার সুযোগ পাবে। এরমধ্যে দুই হাজার ছেলে ও দুই হাজার মেয়ে শিক্ষার্থী থাকবে। বিশ্ববিদ্যালয়টিতে এক হাজার আসন বিশিষ্ট চারটি হল নির্মাণ করা হবে। ২০টি বিভাগ থাকবে। বিশ্ববিদ্যালয়ে দুই’শ জন শিক্ষক এবং ৩৫০ কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.