আমরা কখনই কোন পক্ষপাতিত্য নির্বাচন করি না ; করোনা সংকটের মধ্যেই স্বাস্থ্য বিধি মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হবে -পাবনায় প্রধান নির্বাচন কমিশনার

0

পাবনা প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আমরা কখনই কোন পক্ষপাতিত্য নির্বাচন করি না। সাংবিধানিক বাধ্যবাধকতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় করোনা সংকটের মধ্যেই স্বাস্থ্য বিধি মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ উপ নির্বাচনে স্বাস্থ্য বিধি মেনে ভোটারদের ভোট কেনেদ্র যাওয়ার অনুরোধ করে বলেন, সম্পূর্ন দল নিরপেক্ষ ভাবে দেশে প্রতিটি নির্বাচনই হচ্ছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। আজ বেলা ১১ টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা ৪ শূন্য আসনের উপ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের প্রশ্নত্তোরে তিনি এ কথা বলেন। পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া ) উপ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জেলার শীর্ষ কর্মকর্তাদের সাখে আইন শৃংখলা সভা করেন। সভায় তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সকল ভয় ভীতি উপেক্ষা করে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব আলমগীর হোসেন, পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম, পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ আব্দুল লতিফ প্রমূখ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.