একদিনে টোল আদায় তিন কোটি ১৮ লাখ টাকা

0

বিডি২৪ভিউজ ডেস্ক : এবার ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা টোল আদায় হয়েছে। সেতু পার হওয়া ৪২ হাজার ১৯৯টি যানবাহন থেকে এই টোল আদায় করা হয়। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি। সরেজমিন দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চিত্র অন্যান্য দিনের তুলনায় গতকাল ছিল কিছুটা ভিন্ন। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি ও রসুলপুর এলাকা স্বাভাবিক গতিতে চলছে যানবাহন।

বাসযাত্রী আবু হানিফ বলেন, টাঙ্গাইল অংশে স্বাভাবিক অবস্থায় গাড়ি চলাচল করছে। যেটুকু চাপ আছে সেটা থাকবে ঈদের ছুটিতে এতগুলো মানুষ যানবাহনে চলাচল করছে। তিনি গাড়ি ভাড়ার ব্যাপারে অভিযোগ করে বলেন, প্রতিটি গাড়ি প্রায় তিনগুণ ভাড়া বেশি নিচ্ছে। গাজীপুরের চন্দ্রা মোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার চার লেনের সুবিধা নিয়ে যানবাহন চলাচল করছে। আর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক দুই লেন হওয়ার কারণে সেখানে গাড়ির চাপ বেড়ে যায়। ফলে ধীরগতিতে যানবাহন চলাচল করতে হয়। এ বিষয় ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বেড়েছে। তবে কোথাও কোনো জট নেই।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.