ডোমারে ফিলিংস্টেশন গুলোতে তেল বিক্রি বন্ধ

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছে ফিলিং স্টেশন গুলো। ৬ই মে শুক্রবার ডোমারে জ্বালানী তেল বিক্রি বন্ধ করে দিয়েছে ফিলিং স্টেশন গুলো এর প্রভাব পড়েছে যানবাহনের উপর,রাস্তায় কম দেখা গেছে তেল চালিত যানবাহনের সংখ্যা।ব্যাটারী চালিতপরিবহন গুলো রাস্তায় চলাচল করতে দেখা গেছে বেশী।কয়েক টি তেল পাম্প ঘুরে দেখা যায় তেল সরবরাহের মেশিনে টানানো হয়েছে পেট্রোল নাই লেখা,যানবাহনের যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে, কথা হলে হরিনচড়া খানাবাড়ি ম্যাক্স প্রেট্রোলিয়াম, নন্দিতা, ডোমার, ফিলিংস্টেশনের দ্বায়ীত্ব রত ম্যানেজার উজ্জ্বল হোসেন, সুকুমার চন্দ্র রায় জানান পার্বতীপুর তেল ডিপো আমাদের তেল সরবরাহ না করতে পারলে আমরা কোথা থেকে তেল দিব।

এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে দেশে তেল সরবরাহ কম, যার কারনে মজুদও কম চাহিদা মত আমরাও তেল পাচ্ছিনা সে কারণেই আমরা গ্রাহকের কাছে তেল বিক্রি করতে পারছি না। এ বিষয়ে কথা হলে ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম জানান তেল কেন বিক্রি করছে না ফিলিং স্টেশনগুলো আমি কিভাবে বলব, কেউ আমাকে বলেনি আপনার কাছেই প্রথম শুনলাম।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.