সয়াবিন তেলের দাম তদারকিতে নামছে ভোক্তা অধিদপ্তর

0

বিডি২৪ভিউজ ডেস্ক : নতুন দামের সয়াবিন তেল বাজারে পাওয়া যাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে এবার অভিযানে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার থেকে সারা দেশে ওই অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে সরকারি সংস্থাটি। আজ মঙ্গলবার এক বার্তায় সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

সফিকুজ্জামান বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় সারা দেশের কর্মকর্তাদের সঙ্গে আমি অনলাইনে সভা করব। এরপর ১২টায় সারা দেশে একযোগে ভোজ্যতেলের নতুন মূল্য কার্যকর বিষয়ে অভিযান চলবে।’

বিশ্ববাজারে দাম কমার পর দেশেও সয়াবিনের দাম কমিয়েছে উৎপাদক ও বাজারজাতকারী কোম্পানিগুলো। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে করা হয়েছে ১৮৫ টাকা, আগে এ দাম ছিল ১৯৯ টাকা। এ ছাড়া ২ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৯৮ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৩৭০ টাকা। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ৯৮০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৯১০ টাকা। এদিকে বুধবার বাংলাদেশ রেলওয়ের টিকিট ক্রয়সংক্রান্ত বিষয়ে মো. মহিউদ্দিন হাওলাদার নামে এক নাগরিকের অভিযোগের শুনানি হবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.