বাংলাদেশকে ওষুধ ও টেস্টিং কিট দিলো জাপান

0

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং জাতিসংঘের মাদকদ্রব্য ও অপরাধ সংক্রান্ত কার্যালয়ের (ইউএনওডিসি) প্রতিনিধিরা জাপান সরকারের অর্থায়নে মাদকদ্রব্য ও প্রিকারসর টেস্টিং কিট মাদকদ্রব্য অধিদফতরে হস্তান্তর করেন। ডিপার্টমেন্ট অব নার্কোটিক্স কন্ট্রোলের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) মো. আব্দুল ওয়াহাব ভ‚ঁইয়া এসব গ্রহণ করেন। বাংলাদেশে জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
রাষ্ট্রদূত ইতো বলেন, জাপান একটি ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) বাস্তবায়নকে অত্যন্ত গুরুত্ব দেয়, যা এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিতের লক্ষ্যে এবং এটি বাস্তবায়নে আমাদের অংশীদার বাংলাদেশের সাথে কাজ করে যাবে। এছাড়া তিনি এ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দিত বলে উল্লেখ করেন।
এসময় মো. আব্দুল ওয়াহাব ভ‚ঁইয়া ইউএনওডিসি’র মাধ্যমে জাপানের সহায়তার জন্য তার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, জাপান বাংলাদেশের একটি সময়ের পরীক্ষিত বন্ধু এবং সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার এবং বাংলাদেশ মাদক পাচার নিয়ন্ত্রণের সক্ষমতা জোরদার করতে জাপানের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে চায়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.