রেলপথে ৪ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম

0

‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ট্রেনে সাড়ে ৫ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা যাচ্ছে। এটি হচ্ছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে দ্বিতীয় বিরতিহীন ট্রেন। এর আগে প্রথম বিরতিহীন আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চলাচল শুরু করে ১৯৯৮ সালের ১৪ এপ্রিল। উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার পর প্রথম দিকে এ রুটে যাতায়াত সময় কমে এলেও ধীরে ধীরে মহাসড়কের বিভিন্ন অংশে যানজট বাড়তে থাকে। প্রথম দিকে সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা যেত। বর্তমানে যানজটের কারণে ৬-৭ ঘণ্টা লেগে যাচ্ছে। ফলে কয়েক বছর ধরেই রেলপথে যাত্রী বেড়েছে। এমনকি বিরতিহীন আন্তনগর ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ও ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের টিকিট অনেক আগে থেকে অগ্রিম কিনতে হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.