করোনা জয়ী পাবনার সোহেল রানার লোমহরষক গল্প ।

যেভাবে করোনা জয় করলেন পাবনার সোহেল রানা ।

0

নিজস্ব প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওগ্রামের বাসিন্দা সোহেল রানা । বাবা হারুনর রশিদ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক । সোহেল রানা একজন গার্মেন্টস কর্মী বয়স মাত্র (৩২) বছর । বাড়িতে চিকিৎসা নিয়েই জয় করেছে ঘাতক করোনাকে । বিডি২৪ ভিউজের সাথে মোবাইলে একান্ত সাক্ষাৎকারে সোহেল রানা জানান সেই লোমহরষক করোনা জয়ের গল্প ।
করোনা থেকে মুক্তি পাওয়ার পর সোহেল রানার ফেসবুক স্ট্যাটাস ( আলহামদুলিল্লাহ আজ থেকে আমি করোনা মুক্ত সবাই আমার জন্য দোয়া করবেন ) বলে দেয় সে কতটা উজ্জিবিত ।

সোহেল রানা জানান প্রথমে করোনা আক্রান্তের খবর শুনে আমি খুব ভয় পেয়ে যাই ,কারণ আমার ডায়বেটিস ছিল । সেই সাথে আমার পরিবারের সবাই আতংকিত হয়ে পরে সবাই ধরেই নেয় আমাদের পরিবারের হয়তো বেশ কয়জন সদস্য মারা যাবে ।
আমি মনোবল হারাইনি,সব সময় কঠিন মনোবল ছিল আমার,আমার স্ত্রী আমার খাবার রেখে যেত,সময় মত প্রয়োজনীয় সকল কিছু দিয়ে সাহায্য করত । আমি নিয়মিত ঘন্টায় ঘন্টায় গরম পানি পান করতাম,লং,আদা,মিশ্রিত গরম পানির ভাপ নিতাম এবং পান করতাম । গরম পানি দিয়ে গসল করতাম । আমি কখনো মনোবল হারাইনি । মাঝে মাঝে মনে হতো আমি কি সত্যি মারা যাব । কিন্তু বেশিরভাগ সময় আমি ভাবতাম আমি ঠিকই সুস্থ্য হয়ে উঠব এ অদম্য মনোবল এবং আমার পরিবার ,ডাক্তার সহ সকলের সহযোগিতায় ও সৃষ্টি কর্তার অশেষ মেহেরবাণীতে আমি সুস্থ্য হয়েছি ।

যারা করেনায় আক্রান্ত হয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ কখনো মনোবল হারাবেন না এবং ডাক্তারের সকল নির্দেশ মেনে চলবেন । গরম পানি পান করবেন,গরম পানি দিয়ে গসল করবেন,ককনো ঠান্ডা লাগবেন না । আর মনোবল কখনো হারাবেন না ।
সোহেল রানা করোনা প্রবণ জেলা নারায়নগঞ্জের একটি গার্মেন্টস এ কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২৬ এপ্রিল নিজ বাড়িতে আসে ।


বিষয়টি জানাজানি হলে পরের দিন স্থানীয় প্রশাসন তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার ব্যবস্থা করেন। সেই সঙ্গে তার পরিবারের ৬সদস্যর নমুনা সংগ্রহ শেষে হোম কোয়ারেন্টাইনে রাখেন ।

হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নেওয়ার পর সোহেল রানা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠলে তার সাথে তার পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শরীফুল ইসলাম জানান। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ্য কিন্তু ডাক্তারের পরামর্শে আগামীকাল ২৮ মে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি পাবেন ।
সোহেল রানার মতো সকল মানুষ করোনা ভাইরাস থেকে মুক্তি পাক এ প্রত্যাশা সকল মানুষের ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.