পাবনার ভাঙ্গুড়ায় যেভাবে করোনা জয় করল এক দম্পতি !

পাবনায় ভাঙ্গুড়ায় করোনা জয় এক দম্পতির !

0

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মরণঘাতি করোনা ভাইরাস জয় করেছেন এক দম্পতি। বর্তমানে তারা সুস্থ হয়ে উঠেছেন। বুধবারে রাজশাহী ল্যাব থেকে প্রেরিত দ্বিতীয় দফার নমুনা পরীক্ষার ফলাফলে তাদের নেগেটিভ এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম।

জানা যায়, করোনা জয় করা দম্পতি আলম ফকির ও শাকিলা পারভিন। তারা পেশায় পোষাককর্মি। কাজ করতে ঢাকার গাজীপুরে। করোনা প্রভাবে তারা নিজ এলাকা উপজেলার মুন্ডুতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের বাসিন্দা। গেল এপ্রিলের ২৮ তারিখে তাদের শরীরে করোনা শনাক্ত হয়। এ উপজেলায় তারাই ছিলেন প্রথম করোনা আক্রান্ত রোগী।

খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুরের একটি পোশাক কারখানায় ওই দম্পতি কাজ করতেন। গত ১৭ এপ্রিল তারা ভাঙ্গুড়া এসে সামান্য অসুস্থ হয়ে পড়েন। এরপর ২৩ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয় এবং ২৮ এপ্রিল ফলাফলে করোনা পজিটিভ পাওয়া যায়। ওই দিন উপজেলা প্রশাসন ওই দম্পতির বাড়ি লকডাউন করে দেয়। তবে তাদের শরীরে তেমন কোনো উপসর্গ না থাকায় শুধু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। এরপর দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। বুধবার রাতে দ্বিতীয়বারের ফলাফলে করোনা নেগেটিভ এসেছে।

সুস্থ হয়ে উঠা শাকিলা পারভিন গণমাধ্যমে জানান, ‘আমাদের কখনোই গুরুতর কোনো অসুস্থ হইনি। তারপরও আমাদের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর থেকে আমাদের দুটি শিশু সন্তানকে শ্বশুর-শাশুড়ির কাছে রেখে একটি আবদ্ধ ঘরে এক মাস কাটিয়েছি। উপজেলা প্রশাসন ও আত্মীয়-স্বজন আমাদের নিয়মিত খোঁজখবর রেখেছে ও খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ওষুধপত্র না খেলেও আমরা নিয়মিত গরম পানি দিয়ে গার্গল ও ভাপ নিতাম। এতে আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠি।’

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম জানান, গুরুতর উপসর্গ না থাকায় ওই দম্পতি শুধু স্বাস্থ্যবিধি মেনে চলেছেন। তারা নিয়মিত গরম পানি দিয়ে গার্গল করতেন, বিভিন্ন ভিটামিন ও পুষ্টিকর খাবার খেতেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধুতেন। তারা স্বাস্থ্য বিধি মেনে দৈর্য ধারণ করায় আল্লাহ তাদের করোনা ভাইরাস থেকে মুক্তি দিয়েছেন। বর্তমানে তারা সুস্থ্য আছেন বলে তিনি নিশ্চিত করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.