রাঙ্গামাটির কাপ্তাইতে সুসজ্জিত হ্যাপিনেস হিল হোটেলের উদ্বোধন করলেন – দীপঙ্কর তালুকদার এমপি

0

মাহফুজ আলম, কাপ্তাই রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইতে সুসজ্জিত হ্যাপিনেস হিল নামের একটি আবাসিক হোটেল নির্মিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় কাপ্তাই আপস্টিম জেটিঘাটে পৌঁছে, ছয় তলা বিশিষ্ট হ্যাপিনেস হিল’ নামের একটি আবাসিক হোটেলর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি, এমপি বলেন অল্প সময়ের ব্যবধানে রাঙ্গামাটি ও কাপ্তাইয়ে ২৪টিরও বেশী হোটেল এন্ড রিসোর্ট উদ্বোধন করেছেন, তিনি আরো বলেন যেহেতু পর্যটকদের সুবিধার্থে হোটেল নির্মিত হয়েছে, ঠিক সেভাবে থাকা ও খাওয়ার মানসম্মত ব্যবস্থা রেখে, পর্যটকদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে কাপ্তাই ও রাঙামাটির সুনাম অক্ষুন্ন রাখতে হবে,পাশাপাশি পার্বত্য কাপ্তাইয়ে ভ্রমন পিপাসুদের অবকার যাপনের উপযুক্ত স্থান আরো নিশ্চিত করতে হবে। কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা বিনোদন উপভোগ করতে কাপ্তাইতে ছুটে আসেন, তারা যেন সুন্দর আচার ব্যবহার পেয়ে থাকেন উদ্যোক্তা, হোটেল মোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষদের কাছ থেকে।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার ইসলাম চৌধুরী বেবি, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, ইউপি চেয়ারম্যান আখতার হোসেন মিলন, হোটেল হ্যাপিনেস হিলের পরিচালক সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.