উন্নয়ন দেখতে রাষ্ট্রদূতরা যাচ্ছেন কক্সবাজার

0

বিডি২৪ভিউজ ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আগামী মঙ্গলবার এক দিনের পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশে নিয়োজিত সব বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা। মূলত কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং কক্সবাজারকে সারা পৃথিবীর কাছে তুলে ধরতেই তাদের এই ভ্রমণ বলে কালবেলাকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ পরিদর্শনে নেতৃত্ব দেবেন।

সূত্র জানায়, ২৭ ফেব্রুয়ারি সকালে তারা প্রথমে চট্টগ্রাম যাবেন। এরপর ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন। এ সময় কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন রাষ্ট্রদূতরা। সফরকালে বঙ্গবন্ধু টানেল পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে তাদের। এর আগে গত সোমবার

জাতীয় সংসদে অধিবেশনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বর্তমানে বাংলাদেশে ৫১টি বিদেশি দূতাবাস রয়েছে। অন্যদিকে, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ ৮১টি দূতাবাসের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.