রাঙামাটির কাপ্তাইসহ পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন উদ্ধার

0

মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ৩২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পার্বত্য রাঙামাটি পুলিশের সাইবার সেল। উদ্ধারকিত মালামাল আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে । সোমবার রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলনে কক্ষে ৩২টি মূল্যবান মোবাইল ফোন হস্তান্তর করা হয়।

পুলিশের তথ্য মতে জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উদ্ধারের পর প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।

সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ সুপার মীর আবু তৌহিদের ঐকান্তিক প্রচেষ্ঠায় গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি অদ্যবধি ২৭৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ লক্ষ টাকা।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এসআই মাসুদ রানাসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.