রাঙামাটি কাপ্তাইয়ে মানব সেবার উদ্দেশ্যে চালু হলো মানবতার দেয়াল

0

মাহফুজ আলম,নিজস্ব প্রতিবেদক : কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্ন’র উদ্যোগে চালু হলো মানবতার দেয়াল। কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি এর দিক নির্দেশনায় স্থানীয় গরীব ও দুস্থ মানুষের সহায়তায়তা দিতে কাপ্তাই নতুন বাজার সংলগ্ন রিভার ভিউ পার্কের দেওয়ালে আজ বিকেলে “মানবতার দেওয়াল” স্থাপন করা হয়। এতে কাপ্তাই সেনা জোনের সেনা সদস্যদের অপ্রয়োজনীয় পোষাক দিয়ে কার্যক্রম আরম্ভ করেন।

জোন কমান্ডার স্থানীয় সকল জনসাধারণকে তাদের অপ্রয়োজনীয় পোষাক মানবতার দেওয়ালে দান করার জন্য অনুরোধ করেন। যাতে এলাকার অসহায় দরিদ্র মানুষগুলো তাদের প্রয়োজনে মানবতার দেওয়াল হতে পোশাক নিয়ে তাদের নূন্যতম প্রয়োজন মেটাতে পারে।তিনি আরও জানান,দেয়ালে ঝুলবে বিভিন্ন রকমের পোশাক পছন্দের পোশাকটি বেছে নিবেন অনেকেই। কোনো দাম দিতে হচ্ছে না। পছন্দের পোশাকটি হাতে নিয়ে খুশি হবেন অসহায় দরিদ্র মানুষ। এটির নাম মানবতার দেয়াল।

যে কেউ নতুন বা পুরাতন পোশাক দিয়ে সহায়তা করতে পারে। পোশাক এনে দেয়ালে টাঙিয়ে রেখে চলে যান। কে দিয়েছে তা দেখা যায় না। যার প্রয়োজন তিনিও এসে নিয়ে যাচ্ছেন। কেউ কাউকে দেখছেন না। এভাবেই মানবতার কল্যাণে সুফল ছড়িয়ে পড়ছে পার্বত্য কাপ্তাইয়ে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.