কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন বাঘা প্রতিদ্বন্দ্বীকে হারালেন নাসির

0

মাহফুজ আলম,নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাইয়ে ষষ্ঠ পর্যায়ের দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মো: নাছির উদ্দীন। তিনি ৭ হাজার ৩ শত ৬২ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী পেয়েছেন ৬ হাজার ৯শত ৭৩ ভোট। এছাড়াও অপর আরেকজন চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে কাপ্তাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থীক সু্ব্রত বিকাশ তনচংগ্যা জটিল পেয়েছেন ৬ হাজার ৪৭ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য স্বতন্ত্র প্রার্থী সুইপ্রু মারমা। তাঁর প্রদত্ত ভোট ৮ হাজার ৫ শত ৯৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী টিউবওয়েল প্রতীক নিয়ে কাপ্তাই উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আবদুল হাই খোকন পেয়েছেন ৮ হাজার ২শত ৮৭ ভোট।
পরাজিত আরেকজন হলো উড়োজাহাজ প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চাষী স্বতন্ত্র প্রার্থী মো: কামাল উদ্দিন পেয়েছেন ৩ হাজার২ শত ৯২ ভোট।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা স্বতন্ত্র প্রার্থী বিউটি হোসেন। তিন ১০ হাজার ৩ শত ৯৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ফুটবল প্রতীক নিয়ে ফারহানা আহমেদ পপি পেয়েছেন ৯ হাজার ২শত ৪৮ ভোট।

মঙ্গলবার ( ২১ মে) রাত সাড়ে ৮ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত টানা বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, উপজেলার ৫ টি ইউনিয়নে ২৪ টি ভোট কেন্দ্রে ১ শত ৩৬ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । কাপ্তাই উপজেলায় সর্বমোট ৪৯ হাজার ৫ শত ২৮ জন ভোটার রয়েছে। এতে পুরুষ ভোটার রয়েছে ২৬ হাজার ২৮ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৫ শত জন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.