নিজ গ্রাম বৃশালিখায় ঈদের নামাজ আদায় করলেন ডেপুটি স্পীকার

0

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, আজ (সোমবার) নিজ গ্রাম পাবনা জেলার বেড়া উপজেলার বৃশালিখা ঈদগাহ মাঠে নির্বাচনী এলাকার জনগণের সাথে ঈদ উল আজহার নামাজ আদায় করেন।

ঈদের জামাত শুরু হয় সকাল আটটায়। নামাজ শেষে মুসল্লীগনের সাথে ডেপুটি স্পীকার ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এসময় তিনি বলেন, ঈদ হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় উপহার। ঈদ সবার জন্য শান্তির বার্তা নিয়ে আসে। এই উৎসবের মাধ্যমে ধনী-দরিদ্র, ধর্ম, বর্ণ ও শ্রেণী বৈষম্যসহ সকল ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ায়। মানুষের মাঝে একে অপরের সাথে আত্মার বন্ধন সৃষ্টি হয়। এই বন্ধনকে আমাদের সবসময় অটুট রাখতে হবে।

নামাজ শেষে ডেপুটি স্পীকার পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শাহাদতবরণকারী সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা ও সারাবিশ্বের মানুষের শান্তি কামনা করে দোয়া করা হয়।

ঈদের নামাজে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.