টিএমএসএস প্রতিনিধি দলের আরএমটিপি’র সবজি উৎপাদন প্রকল্প পরিদর্শন

0

এ কে খান নিজস্ব প্রতিনিধি : বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত আরএমপিটি প্রকল্পরের আওতায় কৃষকদের নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ প্রকল্প পরিদর্শন করলেন টিএমএসএসের একটি প্রতিনিধি দল।

অতি সম্প্রতি বগুড়ার গোকুল এলাকার কৃষকদের মধ্যে পরিচালিত নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ প্রকল্পটি প্রতিনিধি দল পরিদর্শন করে বিভিন্ন বিষয় অবহিত হলেন। সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তাঁর নেতৃত্বে প্রকল্প পরিদর্শনে অন্য কর্মকর্তাদের মধ্যে অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও পরিচালক প্রকল্প ও উন্নয়ন মোঃ রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন। পরিদর্শনে কৃষকদের নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ প্রকল্প দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকারীরা সুবিধাভোগী কৃষকদের সাথে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা কৃষকদের কাছে জানতে চাইলেন, তারা কেমন আছেন, কে কি করছেন, খোঁজ নিলেম তাদের ছেলেমেয়েদেরও। তারা আরো জানতে চাইলেন, টিএমএসএসের কাছে তাদের চাওয়া পাওয়া ও প্রত্যাশা কি ?

টিএমএসএসের প্রতি তাদের পরামর্শই বা কি? এমন আলোচনায় কৃষকরা অত্যন্ত আন্তরিকতার সহিত নিঃসংকোচে নিজেদের বিষয়ে বললেন। তারা এখন কে কি করছেন, কি ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়, সন্তানদের ভবিষ্যৎ,পরিবারের সকলের সুস্থ থাকা সব বিষয়েই কৃষকরা তাদের জানালেন। সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান কে তারা খোলামেলা নানা বিষয়ে পরামর্শও দিলেন। মোঃ সোহরাব আলী খান তাদের কাছে জানতে চান আপনাদের জন্য আমাদের আরও কি কি করা দরকার। তারা অনেকেই বাড়ীঘড় তৈরি, সার্বিক উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদী ঋণ, প্রতিটা ফসলের মৌসুমী বা স্বল্প মেয়াদী ঋণ, সন্তানদের শিক্ষার জন্য ঋণ, কারিগরি প্রশিক্ষণ বাড়ানো প্রভৃতি বিষয় উপস্থাপন করলেন।

পরিদর্শনকারী দল দেখলেন প্রত্যেক কৃষক পরিকল্পিত ভাবে পরিশ্রম করছেন। নিজেদের ভাগ্য নিজেরাই নির্মাণ করছেন। পরিদর্শনকারীরা মনে করেন উনারা যেমন নিজেদের বিষয়ে সচেতন, তেমনি সমাজ বিষয়েও ভালো ধারণা রাখেন। ক্ষুদ্র ঋণ গ্রহণের মাধ্যমে নিয়মিত নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণসহ তাদের নানা সফলতা লক্ষ্য করা যায় এটাই তাদের সবচেয়ে বড় সাফল্য। ভালো থাকুক সকলের পরিবার, সমাজ, দেশ ও জাতি। ভালো থাকুক দেশের প্রতিটা পরিবার। এগিয়ে যাক আমাদের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম প্রকল্পভূক্ত সকল সদস্যের পরিবার।

এগিয়ে যাক টিএমএসএসের সকল সামাজিক ও মানবিক কর্মকান্ড। উপস্থিত সকলেই টিএমএসএস পরিবার, টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। প্রকল্পের সকল কার্যক্রম বিষয়ে ব্রিফ করেন প্রকল্পের সমন্বয়কারী সিনিয়র সহকারী পরিচালক মোঃ আঃ কুদ্দুস। এ সময় প্রকল্পভূক্ত কৃষকসহ বহু কৃষক, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.