বগুড়ায় টিএমএসএস কর্তৃক আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতিকে সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিনিধি : উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, প্রখ্যাত নারী সংগঠক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক আয়োজিত আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও দ্যা বারী গ্রুপের সিইও আসিফ বারী টুটুলের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
টিএমএসএস এর আওতাধীন পরিচালিত বগুড়ার ফাইভ স্টার হোটেল মমইনে শুক্রবার বিকালে সংবর্ধনা প্রদান করা হয়। দ্যা বারী গ্রুপের সিইও আসিফ বারী টুটুল হোটেল মমইনে পৌঁছালে তাঁকে টিএমএসএস এর পক্ষ থেকে স্বাগতম জানান অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। পরে উভয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও কুশল বিনিময়ের মাধ্যমে এ উপলক্ষে টিএমএসএস কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম টিএমএসএস এর প্রতিষ্ঠা, লক্ষ, উদ্দেশ্য ও টিএমএসএস এর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে আসিফ বারী টুটুল কে অবহিত করেন। তিনি টিএমএসএস এর নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন। পরে আসিফ বারী টুটুল বারী গ্রুপের পক্ষ থেকে টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সভুক্ত অটিজম, প্রতিবন্ধী স্কুল, পুনর্বাসন কেন্দ্র ও ইয়াতিমখানার অনুকূলে পঁচিশ লক্ষ টাকা অনুসান প্রদানের প্রতিশ্রুতি দেন। আসিফ বারী টুটুল টিএমএসএস পরিচালিত বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডে সর্বদা পাশে থেকে কাজ করারও অঙ্গিকার ব্যক্ত করেন। এ অনুষ্ঠানে বগুড়ার কৃতি সন্তান টিএমএসএস এর এ্যাডভাইজার ফরেন এ্যাফেয়ারস মোস্তাফিজুর রহমান পল্টুকেও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে দ্যা বারী গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন আসিফ বারী টুটুলের সহধর্মিণী হাসিনা মুনমুন ও তাদের ছেলে প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা লায়ন আয়শা বেগম, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস এর সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ লায়ন মোঃ সোহরাব আলী খান, সেক্টর প্রধান লায়ন ফয়জুন নাহার ও লায়ন চীফ ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ব্রিঃ জেঃ অবঃ ডাঃ মোঃ জামিলুর রহমান, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র, বিভিন্ন বিভাগের পরিচালক, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগন, ভেঞ্চার প্রধান ও আমন্ত্রিত অতিথি বর্গ।
অনুষ্ঠানে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও দ্যা বারী গ্রুপের সিইও আসিফ বারী টুটুল তাঁর পক্ষ থেকে টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে তাঁর প্রতিষ্ঠান ও লায়ন আমেরিকার পক্ষে সংবর্ধনা প্রদান করেন। এছাড়াও উপস্থিত লায়ন মেম্বারদের উত্তরীয়ও উপহার প্রদান করা হয়। এ সময় টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, একান্ত সচিব প্রশাসন আঃ হান্নান ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।