শেরপুরের নকলায় মহান বিজয় দিবস পালিত
ইউসুফ আলী মন্ডল, নকলা প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শেরপুরের নকলায় মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন এবং মুজিব বর্ষের শপথ অনুষ্ঠান পালিত হয়েছে। সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান এবং ওসি মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন। তারা কুচকাওয়াজ এর সালাম ও অভিবাদন গ্রহণ করেন। উপজেলার বীরমুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনাদেন উপজেলা প্রশাসন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যন শাহ মোঃ বোরহান উদ্দিন,সাবেক এমপি মিজানুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর, মেয়র হাফিজুর রহমান লিটন, ভাইসচেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার প্রমুখ।