মুখোমুখি- কথা কেনো নয়/ কাজী আতীক

0

মুখোমুখি- কথা কেনো নয়/
কাজী আতীক।

কেনো শুধুই দূরালাপন?
পড়শি রাধা- কৃষ্ণ অনুভব!
মুখোমুখি- কথা কেনো নয়?

এমনতো এখনো নয়-
যে বদলে গেছে পৃথিবী
বদলে গেছে মহাকর্ষ অবর্ত সময়।

হয় যদি হয় হোক নাহয় চলার পথে
অথবা বসতে পারি যে কোথাও,
আলাপ প্রলাপ বকতে পারি যা খুশি
নস্টালজিয়া সীড়ি বেয়ে কিশোর প্রণয়।

তবে একটি মাত্র চাওয়া আছে
গদ্য কিংবা কাব্য কথা
রুপক কিংবা বাস্তবতা
যদি সংলগ্ন হৃদয়, স্বপ্ন শোভন
কেবল নিজস্ব সব গল্প যেনো হয়।

(নিউ ইয়র্ক, ২০, ডিসেম্বর ‘২০২৩)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.