গাংনীতে পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ কর্মশালা অনুষ্ঠিত

0

তৌহিদ উদ দৌলা রেজা : জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ শীর্ষক উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক ভালো শিখনসমুহ চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা প্রকাশ কুমার। উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যসহ মোট ৩৭ জনসহ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান আকন্দ পরিচালিত অনুষ্ঠিত কর্মশালায় ০৯ টি ইউনিয়ন থেকে প্রাপ্ত মোট ১৮ টি ভাল শিখনের মধ্য থেকে ৫টি ভাল শিখনকে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.