আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে এমপি প্রিন্স’র ঈদ শুভেচ্ছা বিনিময়

0

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার রাতে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন তিনি। পরে সবার সাথে মিষ্টি মুখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগ নেতা বিজয় ভূষণ রায়, মনির উদ্দিন আহমেদ মান্না, শাওয়াল বিশ্বাস, আ.স.ম আবদুর রহিম পাকন, লিয়াকত আলী তালুকদার, এডভোকেট শাহ আলম, আবু ইসহাক শামীম, আব্দুল বারী বাকী, পৌর আওয়ামী.লীগের সভাপতি এড. তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, জেলা শ্রমিকলীগের সভাপতি ফোরকান আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক,বার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.