পাবনার চাটমোহরে সীমিত পরিসরে হয়েছে চড়ক পূজা

0

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে গুনাইগাছা ঐতিহ্যবাহী চড়কবাড়ি মন্দিরে সামাজিক দূরত্ব বজায় রেখে এবার সীমিত পরিসরে সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী শ্রী শ্রী মহাদেব ও চড়ক পূজা। বুধবার প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। শ্রী বিশ্বনাথ জানান, চড়ক পূজার মধ্যে ছিল সকল জীবের কল্যাণের প্রার্থনা, ভোগের হাজরা, হাজরা, ভরন, শিবকালী নিত্যৃ, নিমাই নাচ ও পূজা অর্চোনা। মন্দিরের সভাপতি শ্রী হারাধন দাস বলেন, করোনা মহামারীতে সীমিত আয়োজনে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সভাপতি মন্দিরের সমস্যার কথা জানিয়ে আরও বলেন, মন্দিরের পাশে পুকুর থাকায় ভাঙন সৃষ্টি হয়েছে। মাটি চাপ ভেঙে পুকুরের চলে যাওয়ায় মন্দিরটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিছুটা সহযোগিতা আমরা পেয়েছি। কিন্তু এই সহযোগিতা নিয়ে আমরা কাজ সম্পূর্ণ করতে পারছি না। তাই আমরা উপজেলা চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করছি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.