আওয়ামী লীগ সব সময় কৃষকের সহযোগীতায় সচেষ্ট : গোলাম ফারুক প্রিন্স এমপি

0

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, সারাবিশ্ব করোনার প্রার্দুভাবে আক্রান্ত। শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশে করোনার প্রার্দুভাব অনেকাংশে নিয়ন্ত্রিত রয়েছে। সরকারের পাশাপাশি আমাদের নাগরিক দায়িত্ব রয়েছে। করোনা সম্পর্কে আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। করোনা মোকাবেলা করেও সরকার কৃষকের সার্বিক সহযোগতিা করে যাচ্ছে যার ফলে দেশে কোন প্রকার খাদ্য ঘাটতি নাই। বঙ্গবন্ধু কৃষিকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষককে সার্বিক সহযোগতিা করছে। প্রধানমন্ত্রী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন কৃষকের ধান উৎপাদনে সহযোগীতার জন্য। আওয়ামী লীগ সব সময় কৃষকের সহযোগীতায় সচেষ্ট।

বুধবার দুপুরে পাবনা সদর উপজেলা খাদ্য গুদামে পাবনা-৫(সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স পাবনায় অভান্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানাগেছে, জেলায় এবার ৮ হাজার ৫১ মেট্রিকটন বোরোধান সংগ্রহের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন – জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভির রহমান, খাদ্য কর্মকর্তা শহীদুল হক শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার রেইনা, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, কৃষি কর্মকর্তা হাসান রশীদ, আওয়ামী লীগ নেতা শহীদুর রহমান শহীদ, কামরুজ্জামান রকি, আলতাব হোসেন প্রমূখ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.