মেয়াদ উত্তীর্ণ খাবার খেয়ে মরল ২ সহস্রাধিক মুরগী,খামারী জুনায়েতের মাথায় হাত
নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার বাজারদী মহল্লার আব্দুর ছোবুর এর পুত্র মো: ফুয়াদ হাসান জুনায়েত এর খামারে ২ হাজার ৪০ টি মুরগী মারা গিয়েছে। জানা গেছে, খামারী জুনায়েত বিগত ৩ বছর যাবত খামার তৈরী করে দুই আড়াই হাজার করে ব্রয়লার মুরগী পালন করে তার নিজের লেখাপড়ার খরচ এবং পরিবারের জীবন জীবিকা নির্বাহ করে আসিতেছিল। গত ২৮ এপ্রিল নকলা উত্তর বাজারের আরাফাত এন্টারপ্রাইজ মালিক শফিউল্লাহর নিকট থেকে ৬০ বস্তা খাবার কিনে এনে ব্রয়লার মুরগীর খাবার খাওয়ানো হয় । শফিউল্লাহ ২৬টি বস্তা এ্যাংকর এলিয়াফিডস নামে মেয়াদ উত্তীর্ণ ঐ ৬০টি বস্তার মধ্যে মিশিয়ে দেন। ২৮দিন মুরগীর বাচ্ছা লালন পালনের পর যখন বিক্রির সময় হয়েছে, তখন হঠাৎ করে ঐ মেয়াদ উত্তীর্ণ ২৬টি বস্তার খাবার খাওয়ালে মুরগী মরতে থাকে। এক এক করে দুই হাজার চল্লিশটি মুরগী মারা যায় । এ বিষয়ে জুনায়েত উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানকে অবহিত করলে তিনি ওসিকে বিষয়টি দেখার জন্য বলেন, নকলা থানার ওসি মুশফিকুর রহমান ঘটনাটি তদন্ত করে দেখার জন্য একজন এসআই কে দায়িত্ব দিয়েছেন । ক্ষতিগ্রস্থ খামার মালিক জুনায়েত আইনের মাধ্যমে বিচার চান এবং ক্ষতিপূরণ দাবি করেন।