প্রধানমন্ত্রীর ঘর পেলেন নকলায় চটপটি বিক্রেতা সুজন মিয়া

0

ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার বাছুরআলগা গ্রামে ফজল মিয়ার ছেলে সুজন মিয়া(২২) ঘর বিহীন বসবাস করতেন । কখনও ভাড়ায় এবং একসময় অন্যের বাড়িতে বসবাস করতেন এই যুবক । এই যুবকের জন্ম গ্রহণ  বাছুর আলগা একসময় গার্মেন্ট  কারখানায়  সুতার কাজ , মাটি কাটা, চটপটি বিক্রি  এগুলো ছিল তার কাজ ।  বিয়ে করেন মমতাজ নামে ১৮ বছর বয়সী সিমসাম এক ফুটফুটে এক মেয়ে তার বাড়ি  কুড়িগ্রাম জেলার রাজিপুর থানার চরসাজই মন্ডল পাড়া গ্রামে । এখন এই যুবক কর্মহীন স্ত্রী নিয়ে ঠিকমত ৩ বেলা খেতেও পারেনা পকেটে নেই টাকা পয়সা ।

তার খোঁজ নিলেন ৯ নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকি পরে এলাকার নেতা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোখছেদুল হক পরে মমতাজ ও তার স্বামী সুজন মিয়ার জাতিয় আইডি সংগ্রহ  করে চেয়ারম্যান নামের প্রস্তাবনা  পাঠালেন উপজেলা পর্যায়ে উপজেলা থেকে নাম অনুমোদন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান , পি আই ও মো: জাহাঙ্গীর আলম। তাদের নামে বরাদ্দ করে দিলেন ২ শতক জমি সহ একটি পাকা ঘর। যে ঘরটির নির্মাণ ব্যায় ১লাখ ৭১ হাজার টাকা এবং চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকি নিজের কিছু অর্থ দান করে দিলেন সুজন মিয়াকে  আগামী  বৃহ:স্পতিবার  জি আরের বরাদ্দ থেকে ৫০০ টাকা পাবেন ঐ অসহায় সুজন মিয়া। সোমবার প্রতিবেদক ইউনিয়ন বোর্ডে গেলে অসহায় সুজন মিয়া ও মমতাজ তাদের জীবনি শুনেয়েছেন প্রতিবেদক কে । পরে সাংবাদিক ইউসুফ আলী মন্ডল আরোকিছু সাহায্যের  ব্যবস্থা করে দিলেন ঐ পরিবারকে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.