শেরপুরের নকলায় তিন ফসল চাষ করে ব্যাপক সফলতা পেয়েছে আক্তার, জাকির ও মদন আলী

0

নকলা প্রতিনিধি: নকলা বাছুর আলগা গ্রামে এক জমিতে তিন ফসল চাষ করে অনেক চাষী সফলতা পেয়েছে । স্থানীয় ভাবে পাহাড়ী বেগুন কৃষি সূত্র মতে শিংনাথ বেগুন বলে পরিচিত এ জাতের বেগুন চাষ করে সফলতা পেয়েছেন আক্তার , জাকির মদন আলী সহ শতাধিক কৃষক । চাষীরা জানান, এক শতক জমিতে তিনদিন অন্তর অন্তর ১মন করে বেগুন বিক্রি করেন তারা । একরে ৩০হাজার টাকা খরচ হয় উৎপাদিত শিংনাথ বেগুন বিক্রি করে পান ৫ লাখ টাকা একই সাথে এক জমিতে মরিচ কুমরা চাষ করেছেন তারা । স্থানীয় কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস বিডি২৪ভিউজ কে জানান, এবার নকলা উপজেলায় সেক্স ফেরোমন ফাঁদ এর ব্যবহার করে ২৫০ হেক্টর জমিতে শিংনাথ বেগুন চাষ হয়েছে । উৎপাদিত ফসল বিক্রি করে কৃষক পাবেন ২০ থেকে ২৫ কোটি টাকা।

আপনি এগুলোও দেখতে পারেন
Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.