কাপ্তাইয়ে এক দিনে ১২’শ পরিবারের মাঝে ত্রান পৌঁছালেন – এমপি দীপংকর তালুকদার
মাহফুজ আলম, কাপ্তাই : কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা, রাইখালী, চিৎমরম. কাপ্তাই ও ওয়াগ্গাসহ ৫টি ইউনিয়নের ১২শত অসহায় ও দরিদ্র পরিবার পেলো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মানবিক সহায়তা। সোমবার (১০ মে) সকাল ৯টা থেকে দিন ব্যাপী উপস্থিত থেকে প্রধান হিসেবে ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার- এমপি। এইসময় তিনি পাঁচটি ইউনিয়নের ১২’শ জন অসহায় ও দরিদ্র পরিবার এর হাতে জেলা পরিষদের পক্ষ হতে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেন।
রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে এইসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, সাবেক , কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলাসহকারী কমিশনার ( ভুমি) মাইনুল হোসেন চৌধুর. কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ মোঃইকবাল বাহার চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, আব্দুল লতিফ, সাযামং মারমা, খ্যাইসা অং মারমা, চিরন্জীত তনচংগ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার সহ পরিষদের সদস্য- সদস্যারা উপস্হিত ছিলেন।