সিরাজগঞ্জের সলঙ্গায় এবং সদরে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ৭ জুয়ারিকে ১০ দিনের কারাদন্ড

0

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় এবং সদরে র‌্যাবের পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ০৭ জুয়ারিকে ১০(দশ) দিনের কারাদন্ড। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। এরই ধারাবাহিকতায় ১৯/০৫/২০২১ খ্রিঃ র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ রোডস্থ জবা দই ঘরের সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৬(ছিয়াত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২টি মোবাইল, ০১টি মোটরসাইকেল এবং নগদ-১৫,৮৪০/-(পনের হাজার আটশত চল্লিশ) টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সোহাগ হোসেন(১৯), পিতা-মোঃ আঃ শুকুর, ২। মোঃ নূর নবী(১৯), পিতা-মৃত খোকন, উভয় সাং- চড়িয়া কালিবাড়ী, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

২। গত ১৯/০৫/২০২১ খ্রিঃ রাতব্যাপী জনাব লিয়াকত সালমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ‘ক‘ অঞ্চল,সিরাজগঞ্জ এবং র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে সিরাজগঞ্জ সদরে ধীতপুর আলাল গ্রামে একটি জুয়া বিরোদ্ধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ জুয়া খেলার অভিযোগে ০৭ জন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ১০(দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ-২৪,৪০০ টাকা, এবং ৬ টি মোবাইল জব্দ করা হয়।

সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ সেলিম, পিতা- মোঃ বদিউজ্জামান ২। মোঃ এরশাদ আলী পিতা-মোঃ মতিয়ার রহমান ৩। মোঃ মুকুল হোসেন, পিতা- মোঃ আছাব উদ্দিন ৪। মোঃ মাসুদ রানা, পিতা- মৃত বদিউজ্জামান ৫। মোঃ আল আমিন, পিতা- মনিরুজ্জামান, উভয় সাং- ধীতপুর আলাল ৬। মোঃ ছরওয়ার হোসেন, পিতা- মৃত সাবেদ আলী মন্ডল, সাং- তেলকুপি ৭। মোঃ জুয়েল, পিতা মোঃ মান্তাজ হোসেন, সাং- বেড়াবাড়ি, সর্ব থানা- সিরাজগঞ্জ, জেলা- সিরাজগঞ্জ। জুয়াখেলার অভিযোগে সাজাপ্রাপ্ত আসামীদের সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.