পাবনায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত নিম্ন মানের সিগারেট উদ্ধার

পাবনার সাঁথিয়া উপজেলায় মঙ্গলবার (৩০ জুন) দুপুরে অভিযান চালিয়ে ৫০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলসহ নিম্ন মানের সিগারেট উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

0

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় মঙ্গলবার (৩০ জুন) দুপুরে অভিযান চালিয়ে ৫০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলসহ নিম্ন মানের সিগারেট উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

জানা গেছে, পাবনা সদর ও সাঁতিয়া, বেড়া উপজেলাসহ জেলার ৯টি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে মনমোহন কোম্পানীর আসান গোল্ড ব্রান্ডসহ বিভিন্ন অখ্যাত কোম্পানীর ব্যান্ডরোল বিহীন নিম্ন মানের সিগারেটে বাজার সয়লাব হয়ে গেছে। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।

এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সাঁথিয়া থানা পুলিশ উপজেলার কাশীনাথপুর বাজারের বন্ধু ট্রেডার্সে অভিযান চালিয়ে কিছু সংখ্যক নিম্ন মানের ব্যান্ডরোল বিহীন সিগারেট উদ্ধার করে। পরে উপজেলার ছাতক বরাট এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে ৫০ হাজার শলাকা নিম্নমানের সিগারেট উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিগারেটের ডিলাররা পালিয়ে যায়। আটককৃত সিগারেটের মুল্যে প্রায় এক লক্ষ টাকা।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই সব ব্যান্ডরোল বিহীন সিগারেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.