৫৫৯ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণ পাবনা জেলা যুবলীগের।

পাবনায় দেশের সনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের সহযোগিতায় আজ বৃহস্পতিবার পাবনা সদর উপজেলার হেমায়েতপুর চর ঘোষপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫৫৯ টি হত দরিদ্র ও অসহায় কর্মহীন নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও গাছে চারা বিতরণ করা হয় ।

0

পাবনা প্রতিনিধি : পাবনায় দেশের সনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের সহযোগিতায় আজ বৃহস্পতিবার পাবনা সদর উপজেলার হেমায়েতপুর চর ঘোষপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫৫৯ টি হত দরিদ্র ও অসহায় কর্মহীন নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও গাছে চারা বিতরণ করা হয় । করোনাভাইরাস শুরু থেকেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় যুবলীগের উৎসাহে এ পর্যন্ত পাবনা জেলা যুবলীগ প্রায় ১৭ হাজার পরিবারের মধ্যে স্কয়ার গ্রুপের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে ।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক শিবলী সাদিক,পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান । জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক হাজী শরীফ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক শিবলী সাদিক বিডি২৪ভিউজ কে বলেন অসহায় মানুষদের পাশে সবসময় কাজ করে যাচ্ছে পাবনা জেলা যুবলীগ। পাবনা জেলা যুবলীগ আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.