মৌসুমী ফল নিয়ে সাংসদ ফিরোজ কবিরের সেচ্ছাসেবক টিম অসহায় ও করোনা আক্রান্তদের বাড়িতে

পাবনায় মৌসুমী ফল নিয়ে সাংসদ অহমেদ ফিরোজ কবিরের সেচ্ছাসেবক টিম অসহায় ও করোনা আক্রান্ত মানুষের বাড়িতে বাড়িতে ।

0

নিজস্ব প্রতিনিধি : পাবনা-২ আসনের সংসদ সদস্য অহমেদ ফিরোজ কবিরের সেচ্ছাসেবক টিম অসহায় ও করোনা আক্রান্ত মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন মৌসুমী ফল । গত ২৮ জুন থেকে শুরু হয় পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ পিরোজ কবিরের এ ব্যাতিক্রম উদ্যোগ । সুজানগর উপজেলার পৌরসভা ও উপজেলার সৈয়দপুর, তালিমনগর, সোনাতলা, বদনপুর,    নিশ্চিন্তপুর, মথুরাপুর, বরখাপুর,উলাট,মোহনপুর,নুরুদ্দিনপুর,উদয়পুর,কামারদুলিয়া,শ্যামনগর ও সাঁথিয়া উপজেলার বাড়ইখোলা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী ও অসহায় মানুষের বাড়িতে সংসদের সেচ্ছাসেবক টিমের মাধ্যমে পাঠানো হয় এ মৌসুমী ফল ।

এই কর্মসূচির আওতায় নাজিরগঞ্জের মজিদ মন্ডল,হাটখালীর রফিকুল ইসলাম,মানিকহাটের মাসুদ রানা,চর সুজানগরের রোকসানা খাতুন,আহমেদপুরের আবু বক্কর,সাগরকান্দীর আলমগীর কবির,দুলাইয়ের রুহুল আমিন সহ এসব ব্যক্তি বিডি২৪ভিউজ কে জানান জীবনে অনেক এমপি,মন্ত্রী,চেয়ারম্যান দেখছি ভোট শেষ হলে আর দেখা করে না ,আমাদের এমপি সাহেব সব সময় খোঁজ খবর রাখে আমাদের এমন এমপিই দরকার । তারা আরো জানান তাঁর বাবা আহমেদ তফিজ উদ্দিন মাষ্টার ছিলেন এমন একজন সৎ মানুষ তিনি নিজেই আমাদের বাড়িতে এসে খোঁজ খবর নিত ।

পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বিডি২৪ভিউজ কে বলেন গত ২৮ জুন আমার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেওয়া কর্মসূচিতে বাবার জন্য দোয়া ও প্রিয় সুজানগর-বেড়ায় করোনা আক্রান্তদের ও সকল মানুষের জন্য সুস্থতা কামনা করা হয় । এই কর্মসচীর অংশ হিসেবে মৌসুমী ফলসামগ্রী পাঠানো হয় বিভিন্ন এলাকায় মানুষের বাসায় বাসায় যা একটি চলমান থাকবে এমনকি কেউ ফোন করে বললে সাথে আমাদের সেচ্ছাসেবক দল তাদের বাড়িতে মৌসুমী ফল ও ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিবে ।

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে,গৃহবন্দী হয়ে পরেছেন আমাদেরই প্রতিবেশী,আপনজন,প্রিয়জন। তাদের খোঁজখবর নেওয়া ও নিয়মিত যোগাযোগ রাখা আমাদের সামাজিক দায়িত্ব। আশা করি,আক্রান্ত সকলেই করোনা মোকাবিলা করে আমাদের মাঝে ফিরে আসবে। কয়েকদিনের কর্মসূচির আওতায়, সুজানগর পৌর এলাকা ও উপজেলার প্রায় সব স্থানে পাঠানো হয়েছে। খুব দ্রুত পাবনা ২ আসনের সব এলাকায় পৌছনো হবে।

আহমেদ ফিরোজ কবির এর ওয়েব টিম এর মুখপাত্র সাদি মহম্মদ ও মো : মনিরুজ্জামান (মন্টু) বিডি২৪ভিউজ কে বলেন করোনা মহামারির সময় এমন কাজ করতে পেরে এবং এর অংশ হতে পেরে তারা অত্যান্ত খুশি। মূলত আহমেদ ফিরোজ কবির এর অনলাইন কার্যক্রম এবং এলাকার আই সি টি বিষয়ক উন্নয়নের কাজ করে থাকে তার ওয়েব টিম। এই কার্যক্রমটি ও তাদের মাধ্যমেই পরিচালিত হয়। আহমেদ ফিরোজ কবির এর এই টিম এ আরও কাজ করেন আশেক মাহমুদ সোহান ( জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। সোহান বলেন, একজন সৎ এবং জনদরদি নেতার হয়ে কাজ করতে পেরে আমরা অত্যান্ত গর্বিত।
জীবনঝুঁকি নিয়ে করোনা ভাইরাসের আক্রান্ত রোগী ও অসহায় মানুষের কাছে এমপি সাহেবের পক্ষ থেকে ফল সামগ্রী পৌঁছে দেওয়ার মহৎ কাজটি সম্পন্ন করেছে রহমত শেখ ও ফিরোজ হোসেন সবুজ। তাদেরকে ধন্যবাদ জানাই,এই ক্রান্তিকালে তারা এগিয়ে এসেছে।

উল্লেখ্য,গত ২৮ জুন এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য, বর্তমান সাংসদের পিতা মরহুম আহমেদ তফিজ উদ্দিনের ২২তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। উল্লেখ্য যে কজন গুটি কয়েক সংসদ সদস্য এলাকায় মানুষের পাশে রয়েছেন তাদের মধ্যে আহমেদ ফিরোজ কবির অন্যতম। তিনি প্রথম থেকেই এলাকায় আছেন এবং মানুষের খোঁজ খবর রাখছেন সব সময় এবং অসহায় কর্মহীন মানুষের মাঝে নিয়মিত ত্রাণ বিতরণ করা সহ সব কিছুতেই নিজে উপস্থিত থেকে ভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.