থানচিতে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা প্রদান

0

মোঃ শিপন : বান্দরবান প্রতিনিধি: গত ২১ মে থেকে বান্দরবান থানচি উপজেলার দূর্গম সীমামতবর্তী বড়মদক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাতোয়া ম্রো পাড়া, অংগ্যি খুমী পাড়া ও ঙারেসা মুরতং (নারিচা) পাড়ায় প্রায় অর্ধ শতাধিক লোক ডায়রিয়া আত্রুামত হয়েছে।

এই সংবাদের ভিত্তিতে বান্দরবান রিজিয়নের অধীনস্থ আলীকদম জোন ও ৫৭ বিজিবি তত্তবাবধানে ০৩টি পাড়ায় পর্যাপ্ত পরিমান ঔষধ, স্যালাইন ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেটসহ চিকিৎসক টিম প্রেরণ করা হয়।

পরে বান্দরবান রিজিয়ন সদর দপ্তর এর নির্দেশনায় আলীকদম জোন ও ৫৭ বিজিবি এর মাধ্যমে অদ্য ৩১ মে ডায়রিয়া আত্রুামত মানুষের চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে মেডিকেল অফিসার এবং বিভিন্ন প্রকার ঔষধ পাঠানো হয়।

এই সময় জোন কমান্ডার, আলীকদম জোন পরিচালক, ৫৭ বিজিবি ও অন্যান্য সামরিক কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী যে পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে এটি তারই একটি দৃষ্টামতমূলক উদাহরণ। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

আপনি এগুলোও দেখতে পারেন
Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.