পাবনায় অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

0

পাবনা প্রতিনিধি : চলমান বিধিনিষেধে নিজেদের রেশন থেকে পাবনায় অসহায়, হতদরিদ্র ও কর্মহীন নারী-পুরুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দুপুর ১২ টায় পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর বড়ব্রীজের পাশে বগুড়া সেনানিবাসের আর্টিলারি বিগ্রেডের অধীনস্থ ১০ মিডিয়াম রেজিমেন্ট এই ত্রাণ বিতরণ করে।

খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল ৩ কেজি চাল, ২ কেজি আটা, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল ও দুটি করে সাবান। বিধিনিষেধ চলাকালীন এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছেন দুস্থ, হতদরিদ্র, অসহায় ও কর্মহীন নারীপুরুষ।

ত্রাণ বিতরণ শেষে ক্যাপ্টেন সামিউল বলেন, লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে হতদরিদ্রদের কথা বিবেচনা করে আমাদের নিজেদের রেশন বাঁচিয়ে অসহায়-দুস্থদের চিহ্নিত করে তাদের পাশে দাঁড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে পাবনার বিভিন্ন উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.