থানচিতে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা প্রদান

0

মোঃ শিপন : বান্দরবান প্রতিনিধি: গত ২১ মে থেকে বান্দরবান থানচি উপজেলার দূর্গম সীমামতবর্তী বড়মদক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাতোয়া ম্রো পাড়া, অংগ্যি খুমী পাড়া ও ঙারেসা মুরতং (নারিচা) পাড়ায় প্রায় অর্ধ শতাধিক লোক ডায়রিয়া আত্রুামত হয়েছে।

এই সংবাদের ভিত্তিতে বান্দরবান রিজিয়নের অধীনস্থ আলীকদম জোন ও ৫৭ বিজিবি তত্তবাবধানে ০৩টি পাড়ায় পর্যাপ্ত পরিমান ঔষধ, স্যালাইন ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেটসহ চিকিৎসক টিম প্রেরণ করা হয়।

পরে বান্দরবান রিজিয়ন সদর দপ্তর এর নির্দেশনায় আলীকদম জোন ও ৫৭ বিজিবি এর মাধ্যমে অদ্য ৩১ মে ডায়রিয়া আত্রুামত মানুষের চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে মেডিকেল অফিসার এবং বিভিন্ন প্রকার ঔষধ পাঠানো হয়।

এই সময় জোন কমান্ডার, আলীকদম জোন পরিচালক, ৫৭ বিজিবি ও অন্যান্য সামরিক কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী যে পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে এটি তারই একটি দৃষ্টামতমূলক উদাহরণ। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.