পদ্মায় ভাংগন রোধে চলছে অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা ।

ভাংগন রোধে অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করায় খুশি পদ্মা পাড়ের মানুষ ।

0

পাবনা প্রতিনিধি : বর্ষা আসার সাথে সাথে পাবনার নদনদীগুলোতে বাড়তে শুরু করেছে পানি। ভাঙ্গন দেখা দিয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে। ইতোমধ্যে তলিয়ে গেছে সবজিসহ ফসলি ক্ষেত। ভাঙ্গন হুমকির মুখে বেশ কয়েকটি গ্রামসহ মসজিদ আর শিক্ষাপ্রতিষ্ঠান। ইতোমধ্যে ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড বেশ তৎপর আর পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির ভাঙ্গন এলাকা পরিদর্শণসহ প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন এবং ইতিমধ্যে অস্থায়ীভাবে নদী ভাংগন প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছেন।

পদ্মা পাবনার অন্যতম প্রধান নদী । পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারনে নদীপাড়,তীরবর্তী এবং নিম্নাঞ্চল প্লাবিতসহ নদী ভাংগন দেখা দিয়েছে ঝুঁকির মধ্যে পড়েছে পাবনার সুজানগর উপজেলার কয়েকটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম।

বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ বলেন,
অস্থায়ীভাবে ভাংগন কবলিত এলাকায় জিওবি ব্যাগ ফেলা হচ্ছে পরে এসব এলাকায় স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।

মাজপাড়া,রাইপুর ,মালফিয়ার বাসিন্দা রমজান আলী, রজব আলী, আব্দুল করিম, নারায়ন চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা,মোক্তার হোসের ফজলে এলাহী মারুফসহ বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায় ইতিমধ্যে এসব এলাকায় ভাংগন রোধে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছেন ।

পাবনা-২(সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, গুরুত্বপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে ওই স্থানগুলো রক্ষায় পানি উন্নয়ন বোর্ড অস্থায়ীভাবে জিওবি ব্যাগ ফেলে আপাতত ভাংগন রোধে ব্যবস্থা গ্রহণ করছে।

পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন রক্ষায় নদীর তীরে সিসি ব্লক ও জিওবি ব্যাগ ফেললেও বিআইডাব্লিউটিএ অপরিকল্পিতভাবে নদী খননের ফলে নদীর তীর রক্ষা সিসি ব্লকের নীচে গলন দেখা দিয়েছে। অল্পতেই জরুরী ভিত্তিত্বে ভাঙ্গন রোধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণের দাবী করেছে নদীপাড়ের মানুষ। তবে সল্প সময়ে অস্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণের জন্য সাংসদ আহমেদ ফিরোজ কবির কে ধন্যবাদ জানান পদ্মা পাড়ের মানুষ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.