লকডাউনের প্রথম দিনে কাপ্তাই প্রশাসনের কড়া নজরদারী
মাহফুজ আলম, কাপ্তাই : করোনার সংক্রমণ ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউনে কাপ্তাই উপজেলা প্রশাসন, বিজিবি. চন্দ্রঘোনা ও কাপ্তাই থানা পুলিশের কড়া নজরদারী এবং সচেতনতামূলক প্রচারণা অভিযান শান্তিপুর্ন ভাবে পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা জুলাই) সকালে কাপ্তাই উপজেলার রেশম বাগান চেকপোস্ট. কেপিএম.রাইখালী.কাপ্তাই নতুন বাজার.জেটিঘাট.শিলছড়ি ও কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় সতর্কতামূলক প্রচারণা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হকসহ বিজিবি.পুলিশ ও আনসার বাহিনীর উপস্থিতিতে চলমান করোনা পরিস্থিতিতে জনসাধারণ কে স্বাস্থ্য সচেতন করতে ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করে মাইকিং প্রচারণা চালায় উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালীন এসব এলাকার দোকানপাট বন্ধ করতে এবং পাহাড় ধ্বসের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ পরিদর্শন করা হয়।