লকডাউনের প্রথম দিনে কাপ্তাই প্রশাসনের কড়া নজরদারী

0

মাহফুজ আলম, কাপ্তাই : করোনার সংক্রমণ ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউনে কাপ্তাই উপজেলা প্রশাসন, বিজিবি. চন্দ্রঘোনা ও কাপ্তাই থানা পুলিশের কড়া নজরদারী এবং সচেতনতামূলক প্রচারণা অভিযান শান্তিপুর্ন ভাবে পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১লা জুলাই) সকালে কাপ্তাই উপজেলার রেশম বাগান চেকপোস্ট. কেপিএম.রাইখালী.কাপ্তাই নতুন বাজার.জেটিঘাট.শিলছড়ি ও কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় সতর্কতামূলক প্রচারণা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হকসহ বিজিবি.পুলিশ ও আনসার বাহিনীর উপস্থিতিতে চলমান করোনা পরিস্থিতিতে জনসাধারণ কে স্বাস্থ্য সচেতন করতে ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করে মাইকিং প্রচারণা চালায় উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালীন এসব এলাকার দোকানপাট বন্ধ করতে এবং পাহাড় ধ্বসের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ পরিদর্শন করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.