শেরপুরের অতিপানিতে সড়ক ভাঙ্গন, পানিতে তলিয়ে গেছে বাড়িঘর

0

ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলায় তারাকান্দা উরফা পিছলাকুড়ি সড়ক ভেঙ্গে পানি প্রবেশ করছে বাড়িঘরে । টানা চারদিন যাবত ৫শতাধিক পরিবার পানিবন্ধি অবস্থায় রয়েছে । স্থানীয় এমপি মতিয়া চৌধুরীর কাবিটা অর্থে ১২ লাখ টাকা দিয়ে ইন্দ্রজিত কুমার সুভাস ও মেয়র হাফিজুর রহমান লিটন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বালু দিয়ে নদীর পাড় ভরাট করার কথা থাকলেও শুধু মাত্র ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে । নদীর পাড়ে রেখে দেওয়ায় এবার বন্যায় তীব্র ভাঙ্গন শুরু হচ্ছে । নদীর গর্ভে চলে গেছে সে সকল বাঁধ নির্মাণের বালু । ভাঙ্গন তীব্র দেখা দেওয়ায় জেলা প্রশাসক শেরপুর ডিসি মো: মোমিনুর রশিদ পরির্দশন করে জরুরি মেরামতের নির্দেশ দিলে ইউপি চেয়ারম্যান রেজাউল হক হিরা বালুর বস্তা ফেলে মেরামতের চেষ্টা করছেন কোনভাবেই ভাঙ্গন রোধ করা যাচ্ছে না । তীব্র ভাঙ্গনের ফলে কালো গাং ও ভোগাই নদীর তীরবর্তী ৫০০ পরিবার এখন পানিতে ভাসছে ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.