পাবনায় কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের মামলা ও জরিমানা

0

পাবনা প্রতিনিধি : করোনা লকডাউনে মানুষকে ঘরে রাখতে ও সচেতন করতে গত ১১ দিনে ১৮৪টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পাবনা জেলা প্রশাসন। এ সময় তারা ৯৯১টি মামলায় ১০১৭ জনকে জরিমানা করেছে। আর এ কয়দিনে ৩ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়, ৬ জুলাই ২২টি ভ্রাম্যমান পরিচালিত হয়েছে। ১৫১টি মামলায় ১৫৭ ব্যক্তিকে ৫৪ হাজার ৫০০ টাকা, ৫ জুলাই ২৫টি ভ্রাম্যমান আদালতের ১৪৮টি মামলায় ১৫০ জনকে ৫৬ হাজার ৭০০ টাকা, ৪ জুলাই ২১টি ভ্রাম্যমান আদালতের ১৫৮টি মামলায় ১৫৮ ব্যক্তিকে ৫৫ হাজার ৮৫০ টাকা, ৩ জুলাই ২২টি ভ্রাম্যমান আদালতের ১৮০টি মামলায় ১৮৪ ব্যক্তিকে ৪৫ হাজার ৮৫০ টাকা, ২ জুলাই ১৭টি ভ্রাম্যমান আদালতের ৭৭টি মামলায় ৭৭ ব্যক্তিকে ১৩ হাজার ১৫০ টাকা, ১ জুলাই ২০টি ভ্রাম্যমান আদালতের ৬৯টি মামলায় ৭২ ব্যক্তিকে ২১ হাজার ১৫০ টাকা, ৩০ জুন ১০টি ভ্রাম্যমান আদালতের ২৯টি মামলায় ২৯ ব্যক্তিকে ১০ হাজার ৪০০ টাকা, ২৯ জুন ১১টি ভ্রাম্যমান আদালতের ৩২টি মামলায় ৩৬ ব্যক্তিকে ১০ হাজার ৮০০ টাকা, ২৮ জুন ১২টি ভ্রাম্যমান আদালতের ৪৭টি মামলায় ৪৭ ব্যক্তিকে ২০ হাজার ৩০০ টাকা, ২৭ জুন ১৪টি ভ্রাম্যমান আদালতের ৫৪টি মামলায় ৫৬ ব্যক্তিকে ১৪ হাজার ৩১০ টাকা এবং ২৬ জুন ১৩টি ভ্রাম্যমান আদালতের ৫১টি মামলায় ৫১ ব্যক্তিকে ১০ হাজার ৫৫০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সংশ্লিষ্ট বিষয়ে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, আমাদের প্রতিদিন অভিযান চলছে। ধীরে ধীরে মানুষের মাঝে সচেতনতা বাড়ছে। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানতে যারা বিষয়টি হালকাভাবে নিচ্ছেন, অযথা বাইরে বের হচ্ছেন, তাদের জরিমানা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। র‌্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী নিয়ে সবাইকে সচেতন করার কাজ চলছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.