অভয়নগর হাসপাতালে ৭ লাখ টাকার চিকিৎসা সামগ্রী দিলেন নওয়াপাড়া গ্রুপ

0

সোম মল্লিক যশোর প্রতিনিধি : অভয়নগরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের আধুনিক চিকিৎসা সামগ্রী দিয়েছেন দেশের স্বনামধন্য আমদানি কারক ব্যবসা প্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপ। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের উপস্থিতিতে চিকিৎসা সামগ্রীগুলো বুঝে নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলীমুর রাজিব।

চিকিৎসা সামগ্রীগুলো হস্তান্তর করেন নওয়াপাড়া গ্রুপের পাবলিক রিলেশন কর্মকর্তা মো: রাজু আহম্মেদ ও প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম মোড়ল। হস্তান্তরকৃত চিকিৎসা সামগ্রী গুলোর মধ্যে ছিল নওয়াপাড়া গ্রুপের কনকর্ড ফার্মাসিউটিক্যাল লিঃ এর এন-৯৫ মাস্ক ১শ’ পিস, কেএন-৯৫ মাস্ক ২শ’ পিস, কাপড়ের তৈরি মাস্ক ১শ’ পিস, ৩শ’ বোতল (২৬০ এমএল) হেক্সিকন হ্যান্ডওয়াশ, পিপিই ১২ পিস, থার্মোমিটার ১০ পিস, বিপাপ মেশিন ১টি ও অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ৮টি।

এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ওসি কেএম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, কনকর্ড ফার্মাসিউটিক্যাল লিঃ এর সিনিয়র আরএসএম মো: জিল্লুর রহমান, প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, এসএম ইকরামুল হক, মো. বোরহান উদ্দিন প্রমুখ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.