ঈশ্বরদীতে করোনার ভুয়া রিপোর্ট: দু’জনের রিমান্ড শুনানি সোমবার

করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে অনুমোদনহীন ঈশ্বরদীর রূপপুরে অবস্থিত মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল ওহাব রানা ও ম্যানেজার রুহুল আমিনের রিমান্ড শুনানি শুরু হচ্ছে কাল সোমবার (২০ জুলাই)।

0

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে অনুমোদনহীন ঈশ্বরদীর রূপপুরে অবস্থিত মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল ওহাব রানা ও ম্যানেজার রুহুল আমিনের রিমান্ড শুনানি শুরু হচ্ছে কাল সোমবার (২০ জুলাই)।

এদিকে, ওই ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না থাকা সত্ত্বেও করোনাভাইরাস পরীক্ষার জন্য ‘নমুনা’ নেওয়ার অনুমতি দেওয়ায় ঈশ্বরদী থানায় দায়ের হওয়া মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. আবু সাইদ ও সহযোগী সুজন আহমেদকে গ্রেপ্তার করার জন্য ঈশ্বরদী থানা থেকে পৃথক দুটি ‘অনুরোধপত্র’ ব্রাহ্মণবাড়িয়া ও বড়াইগ্রাম থানায় পাঠানো হয়েছে।

শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক দেওয়ান আলমগীর এ তথ্য জানিয়েছেন।

গত ৭ জুলাই রূপপুরে ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল ওহাব রানা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাইদ ও রানার সহযোগী সুজন আহমেদের বিরুদ্ধে ঈশ্বরদী থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার সকালে পাবনার সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামিম ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.